“যোগাযোগ ব্যবস্থা”
বাড়ৈখালী ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা অত্যান্ত ভাল। এ ইউনিয়নের যেকোন গ্রামে যাতায়াতের জন্য পাকা ও উচু কাঁচা রাস্তা রয়েছে। ইউনিয়ন পরিষদ থেকে জেলা ও উপজেলা পরিষদে বাস,জীপ, ট্যাক্সি ক্যাব ও অন্যান্য যানবাহনে যাতায়াত করা যায়।
ঢাকা হতে বাড়ৈখালী ইউনিয়নে বাস যোগে –(ভাড়া ৫০ টাকা)
গাড়ী ছাড়ার স্থান |
বাসের নাম |
ছাড়ার সময় |
পৌছানোর সময় |
গুলিস্তান বাস স্ট্যান্ড |
বৈশাখী পরিবহন |
সকাল ৬.০০ থেকে রাত ৮.০০ পর্যন্ত |
ঢাকা থেকে বাড়ৈখালী পৌছাতে আনুমানিক সময় ১ ঘন্টা ২০ মিনিট। |
উপজেলা ও জেলা পরিষদ থেকে বাড়ৈখালী ইউনিয়নে যাতায়াত ব্যবস্থা-
উপজেলা ও জেলা পরিষদ থেকে বাড়ৈখালী ইউনিয়নে আসার জন্য কোন বাস চলাচল ব্যবস্থা নেই। তাই যাতায়াতের জন্য জীপ, ট্যাক্সি ক্যাব, সিএনজি চালিত গাড়ী, রিকশা ও অটোরিকশা ইত্যাদি ব্যবহার করা হয়।
এছাড়া জরুরী যোগাযোগের জন্য নিন্ম উল্লেখিত মোবাইল নাম্বারে যোগাযোগ করতে হবে।
চেয়ারম্যান- (মোঃ ফারুক হোসেন) ০১৭১১৫৮১০৭৩ ( //baraikhaliup.munshiganj.gov.bd/bn/site/officer_list/mOVE-%E0%A6%AE%E0%A7%8B-%E0%A6%B8%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%AE-%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%81%E0%A6%95%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%B0 )
সচিব- (মোহাম্মদ ইমরান তালুকদার) ০১৭১২৫৭৩৭২২ ( //baraikhaliup.munshiganj.gov.bd/bn/site/staff_list/kw6Y-%E0%A6%AE%E0%A7%8B%E0%A6%83-%E0%A6%87%E0%A6%AE%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A8-%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%81%E0%A6%95%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%B0 )
উদ্যোক্তা- (আরিফ হোসেন) ০১৯৬২১৮০১৯৩ ( //baraikhaliup.munshiganj.gov.bd/bn/site/officer_list/Rmiw-%E0%A6%86%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AB-%E0%A6%B9%E0%A7%8B%E0%A6%B8%E0%A7%87%E0%A6%A8 )
অথবা mkarif9495@gmail.com
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস