Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে বাড়ৈখালী ইউনিয়ন

 

 

রাজধানী ঢাকা শহরের ৩০কিলোমিটার দক্ষিনে বিক্রমপুরের শ্রীনগর থানার সর্ব উত্তর-পশ্চিম দিকে অবস্থিত বাড়ৈখালীইউনিয়ন। বর্তমান সরকারের আমলে ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সাধনের ফলে জনসাধারণের জীবন মানের প্রভূত উন্নতি সাধিত হইয়াছে। শিক্ষা, সংস্কৃতি, কৃষি, ব্যবসা-বানিজ্যের ক্ষেত্রে ইউনিয়নটি ঈর্শ্বনীয় অবস্থানে রহিয়াছে।

 

ইউনিয়নের নাম                           : বাড়ৈখালী ইউনিয়ন। (কোড নং ২০)

থানা                                          : শ্রীনগর। (কোড নং ৮৪)

জেলা                                         : মুন্সিগঞ্জ। ( কোড নং ৫৯)

 

১। ভূমিকা                   :

(ক) ইউনিয়নের সীমানা                : পূর্বে শেখরনগর ইউনিয়ন, পশ্চিমে-চুড়াইনইউপি, দক্ষিণে-আড়িয়াল বিল, উত্তরে-  আগলা।

(খ) স্থাপনকাল                                             : 1968 খ্রি:

(গ) জেলা/থানা থেকে যোগাযোগ ব্যবস্থা             : পাঁকা সড়ক (বেবি, সিনজি, অটোরিক্সা, মটরসাইকেল, রিক্সা ইত্যাদি)

 

১.২। ইউনিয়ন পরিষদ পরিচিতিঃ

                (ক) আয়তন                                : ২৪.০০ (বর্গ কিঃ মিঃ) প্রায়।

                (খ) লোক সংখ্যা                          : ২০,৪৬০ জন (প্রায়) (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)

                (গ) গ্রামের সংখ্যা                        : ০৭টি।

                (ঘ) মৌজার সংখ্যা                       : ০৬টি।

                (ঙ) হাট/বাজার সংখ্যা  : ০২টি। হাট ১টি, বাজার ১টি।

                (চ) পোষ্ট অফিস                          : ০১ টি। (কোড নং ১৫৪৪)।

 

(চ) শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা:

ক্র: নং

 

কলেজ

মাদ্রাসা

সিনি. মাদ্রাসা

দাখিল

মাদ্রাসা

নিন্ম মাধ্যমিকবিদ্যালয়

মাধ্যমিক বিদ্যালয়

প্রাথমিক বিদ্যালয়

এতিমখানা

কিন্ডারগার্টেন

এবতেদায়ী

           1            

             2           

           3           

           4            

           5           

           6           

           7            

           8           

           9            

          10          

11

12

০১)

সরকারি

 

 

 

 

 

 

০৬টি

 

 

 

০২)

বেসরকারি

০১

০৬

 

 

 

০৩টি

 

 

০৬

 

(ছ) শিক্ষার হার                                                           : ৫৪%। (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)

(জ) রাস্তা ও সড়কের পরিমান

                (ক) পাকা                                                   : 15.৫০ কি,মি

(খ) এইচ,বি,বি                                            : 5.20 কি.মি

(গ) কাঁচা                                                    :৯.৫০ কিমি

(ঘ) খোয়ার ও ফেরিঘাটের সংখ্যা     : 01 টি

(ঙ) নলকূপের সংখ্যা                    : 1040 টি

(১) গভীর ( মোট )                                       : নাই

 

(২) অগভীর                                                : 1040 টি

(৪) সুপার তারা                                            : নাই

(৫) পাওয়ার টিলার                                       : 25টি

(৬) তারা পাম্প                                           : নাই।

 

ইটের ভাটা                                 : নেই।

 

প্রান্তিক চাষী                                                : 1৬৫০ জন

বড় চাষী                                                     : ৫0 জন

মাঝারী চাষী                                               : ২২০ জন

ক্ষুদ্র চাষী                                                    : 65০ জন

ভূমিহীন চাষী                                              : ১8০ জন

(ট) জমির পরিমান ( হেক্টরে )                                        : ৬৭৫ হে:

                (১) এক ফসলী                                            : ১৪৫ হে:

                (২) দু ফসলী                                               : ৯৯০ হে:

                (৩) তিন ফসলী                                           : ০৪৫ হে:

                (৪) তিনের অধিক                                        : নাই

                (৫) আবাদ যোগ্য পতিত জমি                         :

                (৬) মোট পতিত জমি ( অকৃষি জমি)               : ০৭ হে:

                (৭) বৃক্ষ রোপন মোট                     : ১৮৫০ টি।

 

আইসক্রিম ফ্যাক্টরি                                                       : ০০টি

রাইসমিল                                                                   :০৩টি

স্ব-মিল                                                                       :০৩টি

ফার্মেসী/ঔষধ বিক্রেতা                                  : ১০ জন

 

২.০। প্রশাসন সংক্রান্ত    :

ক্রমিক নং

ইউপি চেয়ারম্যানের নাম

কার্যকাল

চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হবার পূবে কি ধরণের পেশায় নিযুক্ত ছিলেন।

০১)

মো: সেলিম তালুকদার

২৫-০৭-২০১১খ্রি:

ব্যবসা

 

 

২.১। ইউপি ভবন / ঘরের বিবরণ : ১৫ কক্ষ বিশিষ্ট ভবন।

ক)

খতিয়ান / দাগ নম্বর

খতিয়ান নং ১৪৬           দাগ নং ২০০/২১৮

খ)

অফিস আঙ্গিনায় জমির পরিমান

৫০.০০ একর

গ)

আর কোন সম্পত্তি / জমি আছে কিনা

নাই

ঘ)

ইউপি কার্যালয়ের প্রকৃতি ও কক্ষ সংখ্যা

১৫ টি

ঙ)

নির্মাণ/ মেরামতের তারিখ

০৬/০২/২০১০ ইং

 

২.২। বর্তমান পরিষদের বিবরণ:

                (ক) নির্বাচনের তারিখ                   : ০৪-০৬-২০১১ খ্রি:

                (খ) শপথ গ্রহনের তারিখ                                : ২৫-০৭-২০১১ খ্রি:

                (গ) প্রথম সভার তারিখ                 : ০১-০৮-২০১১ খ্রি:

                (ঘ) মেয়াদ উত্তীর্ণের তারিখ                            : ৩০-০৭-২০১৬ খ্রি:

 

ইউনিয়নপরিষদজনবল–

               ১) নির্বাচিতপরিষদসদস্য– ১৩জন।

               ২) ইউনিয়নপরিষদসচিব– ১জন।

              ৩) ইউনিয়নগ্রামপুলিশ– ৯জন।

 

১৭(ঘ) বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা:

প্রাথমিক বিদ্যালয়ে গমনোপযোগী বালক বালিকার সংখ্যা

প্রাথমিক বিদ্যালয়গামী বালক বালিকার সংখ্যা

মন্তব্য

বিগত সাল

চলতি সাল

বিগত সাল

চলতি সাল

বালক

বালিকা

বালক

বালিকা

বালক

বালিকা

বালক

বালিকা

 

          1             

         2             

         3             

         4             

         5             

         6             

         7             

         8             

         9             

 

 

 

 

২০১১

 

৮৩৭ জন

৮০৮ জন

মোট-১৬৪৫ জন

 

(ঙ) পরিবার পরিকল্পনা কার্যক্রম :

সন

সক্ষম দম্পতির সংখ্যা

(৯ টি ওয়ার্ডে)

পরিবার পরিকল্পনা গ্রহনকারী দম্পত্তির সংখ্যা

স্থায়ী দম্পত্তি

অস্থায়ী দম্পত্তি

২০১১

১৫০৭ জন

৩৮ জন

১০৯ জন

 

(চ) ই,পি, আই কর্মসূচী :

বিগত সালে ইউ,পি,আই কর্মসূচির অধীনে গৃহীত শিশুর সংখ্যা

চলতি সালে ইউ,পি,আই কর্মসূচীর অধীনে টিকাদানের জন্য

(ক) গ্রহণযোগ্য শিশুর সংখ্যা

(খ) গৃহীত শিশুর সংখ্যা/

 

বিমিজি-২১৪ জন, পেন্টা-১-২-৩

                                ২১৫-২২৬-২২১

                                হাম-২২২ জন

 

 

 

(ছ) স্বাস্থ্য সম্মত পায়খানা ব্যবহার:

ইউনিয়নের মোট পায়খানার সংখ্যা

গত সাল পর্যন্ত স্থাপিত পায়খানার সংখ্যা

চলতি সালে স্থাপিত পায়খানার সংখ্যা (পরিদর্শনের তারিখ পর্যন্ত)

১ নং ওয়ার্ড

২ নং ওয়ার্ড

৩ নং ওয়ার্ড

১ নং ওয়ার্ড

২ নং ওয়ার্ড

৩ নং ওয়ার্ড

১ নং ওয়ার্ড

২ নং ওয়ার্ড

৩ নং ওয়ার্ড

৬৭২

৮৮০

৯৩২

১১ টি

১৮ টি

২১ টি

০৭ টি

১১ টি

১৪ টি

মোট - ২,৪৮৪ টি