শিশু জন্মের পরপরই এবং কোন ব্যক্তির মৃত্যুর পরপরই জন্ম/মৃত্যু তথ্য নিবন্ধক অফিসকে অবহিত করতে হবে।
শিশুর জন্মের ০-৪৫ দিন এর মধ্যে জন্মনিবন্ধন বিনামূল্যে।
প্রয়োজনীয় কাগজপত্র:
১) শিশুর ইপিআই টিকা কার্ড/হাসপাতালের জন্ম সনদ
২) বাব ও মায়ের অনলাইন জন্ম সনদ
৩) ইউপি ট্যাক্স পরিশোদের হালনাগাদ রশিদ
৪) একটি সচল মোবাইল সাথে আনতে হবে।
----------------------------------------------------------------------------
ব্যক্তির মৃত্যুর ০-৪৫ দিন এর মধ্যে মৃত্যুনিবন্ধন বিনামূল্যে।
প্রয়োজনীয় কাগজপত্র:
১) মৃত ব্যক্তির অনলাইন জন্ম সনদ ও জাতীয় পরিচয়পত্র।
২) হাসপাতাল বা কবরস্থানের প্রত্যয়নপত্র।
৩) আবেদনকারীর অনলাইন জন্ম সনদ ও জাতীয় পরিচয়পত্র।
৪) ইউপি ট্যাক্স পরিশোদের হালনাগাদ রশিদ
৫) একটি সচল মোবাইল সাথে আনতে হবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস