বাড়ৈখালী বাজার
বাড়ৈখালী ইউনিয়ন পরিষদের দক্ষিন পূর্বে ইছামতি খালের দক্ষিন পশ্চিম পাশ্র্বে বাড়ৈখালী বাজার অবস্থিত। এই ইউনিয়নের ভেতরে একটি মাত্র বাজার রয়েছে। এ বাজারে প্রায় ৪০০ এর মতো দোকান রয়েছে। এ বাজারে সব ধরণের পন্য সামগ্রি পাওয়া যায়। বাড়ৈখালী বাজারে বাড়ৈখালী, পাউসার, শ্রীধরপুর, শিবরামপুর ছাড়াও আরো বিভিন্ন গ্রাম থেকে লোক জন বাজার করতে আসে। বাজারের ঢুকতেই একটি বড় বট গাছ চোখে পড়বে। বট গাছটি বহু বছরের পূরোনো। আস্তে আস্তে বাজার উন্নত হচ্ছে।
শিবরামপুরহাট
বাড়ৈখালী ইউনিয়নের ঐতিহ্যর প্রতীক হচ্ছে শিবরামপুর হাট। এ হাট বহু বছরের পুরোনো। এর প্রমান মেলে যখন হাটের দিকে তা্কাই। কেননা বড় বড় বট আর পাকর গাছে ভরা। সপ্তাহে দুই দিন এ হাট বসে। তবে পূর্বে ছিল একদিন। সাপ্তাহিক শনিবার এ হাট বসতো। এখন বসে দুইদিন। শুক্রবার এবং শনিবার। শুক্রবার শুধু লুঙ্গি আর শনিবার সকল পন্য সামগ্রী। আশ পাশের বহু দূর দূরান্ত থেকে এ হাটে মানুষ তাদের সাংসারিক সকল প্রয়োজনীয় সামগী কিনতে চলে আসেন। হাটের সৌন্দয্র্য বর্ধিত করে রেখেচে হাটের মাথা উচু করে দাড়িয়ে থাকা বট গাছ গুলো।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS